• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের বড় জয়ের প্রার্থনা করছে জিম্বাবুয়ে


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ২৪, ২০১৮, ০৬:৩৬ পিএম
বাংলাদেশের বড় জয়ের প্রার্থনা করছে জিম্বাবুয়ে

ফাইল ছবি

ঢাকা: শিরোনাম দেখে অনেকে অবাক হতে পারেন। জিম্বাবুয়ে কেন বাংলাদেশের বড় জয়ের প্রার্থনা করছে? তবে যারা ত্রিদেশীয় সিরিজের খোঁজখবর রাখছেন তাদের বিষয়টি ধরতে অসুবিধা হওয়ার কথা নয়। বাংলাদেশের কাছে দুটি ম্যাচেই জিম্বাবুয়ে বিশাল ব্যবধানে হেরেছে। উল্টোদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে দলটি একটিতে জয়, অন্যটিতে হেরেছে। জিম্বাবুয়ে নেট রানরেটেও বেশ পিছিয়ে পড়েছে।

বাংলাদেশ আগেই বোনাস পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। কিন্তু ফাইনালে মাশরাফিদের সঙ্গী কে হচ্ছে সেটি এখনও ঝুলন্ত রয়েছে। জিম্বাবুয়েও হতে পারে। আর এটা নির্ভর করছে বাংলাদেশের ওপর। বৃহস্পতিবার মাশরাফিরা তাদের বিশাল ব্যবধানে হারাতে পারলেই জিম্বাবুয়ের ফাইনাল খেলা সম্ভব।

মঙ্গলবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে কাইল জার্ভিস বাংলাদেশের সাহায্যই চাইলেন, ‘এখন রানরেটের হিসেবেই সব হবে। আশা করি পরের ম্যাচে বাংলাদেশ আমাদের এই সাহায্যটা করবে।’

তবে ফাইনালে ওঠার জন্য অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হতে হচ্ছে দেখে হতাশাই প্রকাশ করেছেন জার্ভিস। তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে যাওয়া আমাদের উচিৎ হয়নি। আমাদের নিজেদেরই এটা করা উচিৎ ছিল। শেষ ম্যাচে বাংলাদেশের জন্য শুভকামনা রইল।’

রান তাড়া করতে নেমে ২১৭ রানের লক্ষ্য শুরুর দিকে কঠিন মনে হয়নি জার্ভিসের। কিন্তু ২০ রানের মধ্যে ৩  উইকেট পড়ে যাওয়ায় তার আত্মবিশ্বাসে ফাটল ধরে। জার্ভিস বলছেন,‘ বাংলাদেশের যে মানের বোলার আছে তাতে ওই পরিস্থিতি থেকে এই রান করা কঠিন ছিল। ব্যাটসম্যানদের উচিৎ নিজেদের কঠিন প্রশ্নের মুখোমুখি করা।’

তামিম-সাকিবের তুলনা টেনে জিম্বাবুয়ে পেসার দাবি করেন,‘ আমাদেরও এরকম কিছু করার দরকার ছিল। আমরাই আমাদের সম্ভাবনাটা নষ্ট করেছি।’ এখন সেই সম্ভাবনা জাগানোর একটা উপায় আছে, সেটি বাংলাদেশের আরেকটি বড় জয়।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!