• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশের মাথাপিছু জিডিপি পাকিস্তানের চেয়ে বেশি


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৮, ২০১৭, ০২:৫৬ পিএম
বাংলাদেশের মাথাপিছু জিডিপি পাকিস্তানের চেয়ে বেশি

ঢাকা: অর্থনৈতিক সূচকে ক্রমেই উন্নতির পথে হাঁটা বাংলাদেশ মাথাপিছু মোট দেশজ উৎপাদন বা জিডিপির দিক দিয়ে দক্ষিণ এশিয়ার অন্যতম দেশ পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক পত্রিকা দ্য ইকোনমিস্ট। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) তাদের সর্বশেষ রিপোর্টে বলা হয়, ১৯৭১ সালে স্বাধীনতার সময় বাংলাদেশ জিডিপি পাকিস্তানের চেয়ে অনেক কম ছিল। কিন্তু পরবর্তিতে এর উল্লেখযোগ্যভাবে পরিবর্তন ঘটেছে।

ওই প্রতিবেদনে বলা হয়, বাজার বিনিময় হার হিসেবে ডলার মূল্যমানের দিক দিয়ে গত অর্থবছরের (গত জুনের ৩০ তারিখে শেষ হওয়া) হিসাব অনুযায়ী বর্তমানে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ১৫৩৮ মার্কিন ডলার। যেখানে একই সময়ে পাকিস্তানের জিডিপি ১৪৭০ মার্কিন ডলার।

এদিকে গত ২৫ আগস্ট পাকিস্তান তার সর্বশেষ শুমারির প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, দেশটির জনসংখ্যা বর্তমানে ২০ কোটি ৭৮ লাখের মতো। যা আগের শুমারির চেয়ে ৯০ লাখ বেশি। এছাড়া এ জনসংখ্যা পৃথিবীর পঞ্চম বৃহত্তম।

অন্যদিকে, বাংলাদেশের ব্যাপক অর্থনিতিক উন্নয়ন হয়েছে বলে দ্য ইকোনমিস্টের রিপোর্টে বলা হয়েছে। গত ১০ বছরে বার্ষিক প্রবৃদ্ধি গড় ৬ শতাংশ ছিল আর শেষ দুই বছরে তা বৃদ্ধি পেয়ে ৭ শতাংশে পৌঁছেছে। ৭১ সালে দেশের জন্মলগ্নে জিডিপিতে শিল্পায়নের অবদান ছিল মাত্র ৬-৭ শতাংশ। বর্তমানে বাংলাদেশের জিডিপিতে শিল্পায়নের অবদান ২৯ শতাংশ।

এদিকে একটা সময় তৈরি পোশাক শিল্পে সংকট দেখা দিলেও এখন ভালো অবস্থান তৈরি করেছে বাংলাদেশ। এখন ভারত ও পাকিস্তানের চেয়েও বেশি তৈরি পোশাক রফতানি করে বাংলাদেশ।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!