• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭১ বছর ৬ মাস


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৫, ২০১৭, ০৮:৪১ পিএম
বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭১ বছর ৬ মাস

প্রতীকী ছবি

ঢাকা: এক বছরের ব্যবধানে বাংলাদেশের মানুষের গড় আয়ু কিছুটা বেড়েছে। ২০১৬ সালের হিসাবে গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭১ বছর ৬ মাস। এর মধ্যে পুরুষের গড় বয়স ৭০ বছর ৩ মাস এবং নারীদের গড় আয়ু দাঁড়িয়েছে ৭২ বছর ৯ মাস। দেশে এখন নারীদের বর্তমান গড় আয়ু পুরুষের চেয়ে বেশি।

মঙ্গলবার (২৫ এপ্রিল) একনেক বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এ তথ্য প্রকাশ করেন। 

২০১৫ সালে বাংলাদেশিদের গড় আয়ু  ছিল ৭০ বছর ৯ মাস। ২০১৪ সালের হিসাবে গড় আয়ু ছিল ৭০ বছর ৭ মাস। এর আগের বছর ২০১৩ সালে ছিল ৭০ বছর ৪ মাস। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এমএসভিএসবি প্রকল্পের মাধ্যমে সংগৃহীত তথ্যের আলোকে তৈরি করা প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

বিবিএসের তথ্যের বরাত দিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭১ বছর ৬ মাসে দাঁড়িয়েছে। এর মধ্যে পুরুষের গড় বয়স ৭০ বছর ৩ মাস, যা তার আগের বছর ছিল ৬৯ বছর ৪ মাস। অন্যদিকে নারীদের গড় আয়ু দাঁড়িয়েছে ৭২ বছর ৯ মাস, যা তার আগের বছর ছিল ৭২ বছর।

বিশ্বের মানুষের বর্তমান গড় আয়ু ৭১ বছর ৪ মাস। সেই তুলনায় বাংলাদেশের মানুষের গড় আয়ু দুই মাস বেশি। এটি আমাদের জন্য ইতিবাচক বলে মন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়।

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই/আতা

Wordbridge School
Link copied!