• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের সামনে এবার টেস্ট র‌্যাংকিংয়ে উন্নতির সুযোগ


ক্রীড়া ডেস্ক আগস্ট ২২, ২০১৭, ০৮:৪২ পিএম
বাংলাদেশের সামনে এবার টেস্ট র‌্যাংকিংয়ে উন্নতির সুযোগ

ঢাকা: এক দিনের ক্রিকেটে গত দুই বছর ধরে টাইগাররা যে ভাবে পারফর্ম করছে, তাতে বাংলাদেশের জয় এখন আর কোনো বিস্ময়ের ব্যাপার নয়। ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ সমীহ জাগানো দল। নিজেদের দিনে তারুণ্য আর আত্মবিশ্বাসে ভরপুর রোমাঞ্চকর এই দলটি বিশ্বের যেকোনো দলকে পরাজিত করার সামর্থ্য রাখে।  সবশেষ ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে হারিয়ে টেস্টেও নিজেদের শক্তি জানান দিয়েছে। এবার ঘরের মাটিতে টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে মুশফিক বাহিনীর সামনে সুযোগ রয়েছে টেস্ট র‌্যাংকিংয়ের আটে ওঠার। দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ যদি ২-০ তে সিরিজ জেতে তবে অস্ট্রেলিয়া ৯২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে নেমে যাবে। অপরদিকে বাংলাদেশ ৮১ পয়েন্ট নিয়ে অষ্টমে উঠে আসবে। বাংলাদেশ যদি ১-০ তে সিরিজ জেতে তাহলে অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে ৯৪ এবং তারা নেমে যাবে পঞ্চমে।

সেক্ষেত্রে বাংলাদেশ ৭৯ পয়েন্ট নিয়ে উঠে আসবে অষ্টমে। দুই ম্যাচের সিরিজটি ড্র হলে অস্ট্রেলিয়ার পয়েন্ট দাঁড়াবে ৯৭ এবং অবস্থান হবে পঞ্চম। আর ৭৪ পয়েন্ট নিয়ে এ ক্ষেত্রেও অষ্টমে উঠে আসার সুযোগ থাকছে টাইগারদের। সিরিজটি অস্ট্রেলিয়া ১-০ তে জিততে পারলে ১০০ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানেই থাকতে পারবে অজিরা। আর চলমান সিরিজে ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারালে ৬৬ পয়েন্ট নিয়ে অষ্টম অবস্থানে উঠে আসবে বাংলাদেশ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!