• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের হয়ে কথা বললেন কোহলি


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ৮, ২০১৭, ০৪:৫৮ পিএম
বাংলাদেশের হয়ে কথা বললেন কোহলি

ঢাকা: বিরাট কোহলি শচীন টেন্ডুলকারকে না ছুঁতে পারলেও একটা জায়গায় যে পৌঁছবেন এ ব্যাপারে কারও দ্বিমত করার সুযোগ নেই। অধিনায়কত্ব পাওয়ার পর দুরন্ত গতিতে ছুটছেন তিনি। ব্যাট হাতে রানের ফল্গুধারা ছোটাচ্ছেন। ঘরের মাঠে ভারতকে জিতিয়েছেন ১৮টি টেস্ট। আর তিনটি টেস্ট জিততে পারলে ঘরের মাঠে আগের টানা ২০টি টেস্ট জয়ের রেকর্ড ভেঙে ফেলবে কোহলির দল।

এই যে টেস্ট ক্রিকেটে ভারতের এত সাফল্য এর পেছনে বড় কারণ বেশি বেশি খেলা। বছরজুড়ে ভারতকে খেলা আর খেলা নিয়ে ব্যস্ত থাকতে হয়। সীমিত ওভারের ক্রিকেট যেমন টেস্ট ক্রিকেটেও সমান খেলে যাচ্ছে ভারত। বাংলাদেশ সীমিত ওভারের ক্রিকেট কয়েক বছর ধরে বেশি খেললেও টেস্ট ক্রিকেট খুবই কম খেলে। গত বছর মাত্র দুটি টেস্ট খেলেছে বাংলাদেশ। কোহলি মনে করেন, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পিছিয়ে থাকার জন্য এটাই আসলে  মূল কারণ। তিনি বাংলাদেশকে আরও বেশি টেস্ট খেলার সুযোগ দেওয়ার পক্ষে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসে কোহলি বলে গেলেন,‘ আমার তো মনে হয় ওদের যথেষ্ট স্কিল রয়েছে। সমস্যা হল ওরা টেস্ট ম্যাচ বেশি খেলার সুযোগ পাচ্ছে না। তাই টেস্ট দল হিসেবেও আত্মবিশ্বাস অর্জন করতে পারছে না। এটা খুবই মৌলিক ব্যাপার। ওয়ানডেতে ওরা ভালো দল হয়ে উঠেছে  কারণ ওরা প্রচুর ওয়ানডে খেলছে। ওয়ানডেতে সব দলকেই তারা হারিয়েছে। এই ফরম্যাটে খেলাটা তারা ভালোভাবেই শিখেছে। টেস্ট ক্রিকেট খুব বেশি না খেললে মাইন্ডসেট বোঝা যায় না।’

তাই বিরাট কোহলির বিশ্বাস বাংলাদেশ আরও বেশি টেস্ট খেলার সুযোগ পেলে তারা আরও ভালো দল হয়ে উঠবে,‘ অনুশিলন যতই করুন ম্যাচ খেলা ভিন্ন ব্যাপার। ওদের সামর্থ্য আছে। কিন্তু মাইন্ডসেট একেক ফরম্যাটে একেক রকম থাকতে হয়। যত বেশি টেস্ট খেলবে ওরা তত বেশি উন্নতি করতে পারবে।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!