• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলার ঐতিহ্য নৌকা বাইচ


সিরাজগঞ্জ প্রতিনিধি সেপ্টেম্বর ৮, ২০১৭, ০২:৪৮ পিএম
বাংলার ঐতিহ্য নৌকা বাইচ

সিরাজগঞ্জ: জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে যমুনা নদীর হার্ড পয়েন্টে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ শহর রক্ষা যমুনা নদীর হার্ড পয়েন্ট থেকে তিন নম্বর ক্রস বাঁধ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় ২১টি কোসা এবং ছিপ নৌকা অংশ গ্রহন করে।

এ সময় জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক ও জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, পৌরমেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা,জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক গাজী সফিকুল ইসলাম সফি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নৌকাবাইচ প্রতিযোগীতা দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুরুষ ও নারী শিশু কিশোর বৃদ্ধ বৃদ্ধা যমুনা নদীর তীরে ভীড় করে। উঠে গেলে স্থান পাওয়া যাবেনা এই ভয়ে মানুষ স্থান ত্যাগ করেনি এর প্রস্তুতি হিসেবে পানির বোতল সাথে নিয়ে প্রতিযোগীতা দেখতে আসেন অনেকে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!