• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বাগদাদে জোড়া বোমা হামলায় নিহত ২৬, আহত ৯০


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ১৫, ২০১৮, ০২:৩২ পিএম
বাগদাদে জোড়া বোমা হামলায় নিহত ২৬, আহত ৯০

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদে জোড়া বোমা হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে ২৬ জনের। গত তিন দিনের মধ্যে এটি এ ধরনের দ্বিতীয় হামলা। সোমবার (১৫ জানুয়ারি) পূর্ব বাগদাদের স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. আব্দেল গণি আল-সাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত ও আরো ৯০ জন আহত হয়েছে।

জয়েন্ট অপারেশন কমান্ডের মুখপাত্র জেনারেল সাদমান বলেন, ‘বাগদাদের মধ্যাঞ্চলীয় তাইয়ারান স্কোয়ারে দুই আত্মঘাতী হামলাকারী শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।’

তায়ারান স্কোয়ারে একটি বাণিজ্যিক কেন্দ্র। দিনমজুররা প্রতিদিন ভোরে কাজের সন্ধানে এখানো জড়ো হয়।

তাৎক্ষণিকভাবে কোন ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। সাধারণত ইসলামিক স্টেট গ্রুপ ইরাকে এ ধরনের অধিকাংশ হামলা চালিয়েছে। সূত্র: বিবিসি

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!