• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাগদাদে পৃথক বোমা হামলায় নিহত ৯৪


আন্তর্জাতিক ডেস্ক মে ১২, ২০১৬, ১০:১৭ এএম
বাগদাদে পৃথক বোমা হামলায় নিহত ৯৪

ইরাকের রাজধানী বাগদাদে তিনটি পৃথক বোমা হামলার ঘটনায় কমপক্ষে ৯৪ জন নিহত হয়েছে। রাজধানীতে বুধবারের ওই হামলা এ বছরের সবচেয়ে রক্তাক্ত হামলার ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। শিয়া এলাকার একটি বাজারে সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।

ওই তিনটি হামলার দায় স্বীকার করে নিয়েছে ইসলামিক স্টেট (আইএস)।

বাগদাদের উত্তরাঞ্চলীয় সদর শহরে স্থানীয় সময় সকাল ১০টায় ভয়াবহ হামলায় কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছে।

হামলার পর শত শত উদ্বিগ্ন মানুষকে ঘটনাস্থলে জড়ো হতে দেখা যায়। তারা এই হত্যাকাণ্ডের জন্য সরকারকে দোষী করছেন।

আবু আলি নামে এক প্রত্যক্ষদর্শী জানান, সরকারের অবস্থানের কারণে দেশে সহিংসতা ছড়িয়ে পড়েছে। আর এসব হামলায় নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে। রাজনীতিবিদরা ওই হামলার জন্য দায়ী বলে উল্লেখ করেন তিনি।

এদিকে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাধিমিয়া শহরের প্রবেশদ্বারে আরো একটি গাড়িবোমা হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। এছাড়া বাগদাদের পশ্চিমাঞ্চলীয় জামেয়া জেলায় আরো একটি গাড়িবোমা হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে।

বুধবারের ওই পৃথক হামলায় দেড় শতাধিক মানুষ আহত হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!