• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ি পৌরসভায় আ.লীগ প্রার্থীর জয়


রাঙ্গামাটি প্রতিনিধি ফেব্রুয়ারি ১৮, ২০১৭, ০৭:৫৫ পিএম
বাঘাইছড়ি পৌরসভায় আ.লীগ প্রার্থীর জয়

রাঙামাটি: বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী তিন হাজার ৭৯৮ ভোট পেয়ে মো. জাফর আলী খান বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান ভোট পেয়েছেন দুই হাজার ২২৭টি। এদিকে এক হাজার ৭৬৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন বিএনপি প্রার্থী মো. ওমর আলী।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা নাজিমউদ্দিন বেসরকারি ফল ঘোষণা করেন। পৌরসভাটিতে মোট ভোটার ১০ হাজার ১৭৭ জন। মোট নয়টি কেন্দ্রের ৩৩টি বুথে ভোট নেওয়া হচ্ছে।

বাঘাইছড়ি পৌরসভা হওয়ার পর এটি দ্বিতীয় নির্বাচন। ২০০৪ সালে পৌরসভা ঘোষণা করা হলেও প্রথমে প্রশাসক নিয়োগ করা হয়। প্রায় সাত বছর পর ২০১১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম মেয়র নির্বাচিত হন আলমগীর কবীর।

নতুন নির্বাচন কমিশনের (ইসি) অধীনে এটাই প্রথম ভোট। শনিবার বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হয়। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা। কেন্দ্রগুলোতে নারী ও পুরুষের দীর্ঘ লাইন দেখা গেছে।

ভোট গ্রহণ চলাকালে কেন্দ্রগুলোতে র‍্যাব, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির পাশাপাশি একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিসহ আঞ্চলিক কোনো রাজনৈতিক দল মেয়র পদে প্রার্থী দেয়নি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!