• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়িতে ভোটগ্রহণ শেষে চলছে গণনা


রাঙ্গামাটি প্রতিনিধি ফেব্রুয়ারি ১৮, ২০১৭, ০৭:১৬ পিএম
বাঘাইছড়িতে ভোটগ্রহণ শেষে চলছে গণনা

রাঙ্গামাটি: কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই জেলার বাঘাইছড়ি পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। ইতোমধ্যে ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়ে গেছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলে।

মেয়র পদে এবার তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের জাফর আলী খান, বিএনপির ওমর আলী ও স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান আজিজ। এছাড়া সাধারণ কাউন্সিলরের নয়টি পদের জন্য ২৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলরের তিনটি পদের জন্য ছয় জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পৌরসভাটিতে মোট ভোটার ১০ হাজার ১৭৭ জন। মোট নয়টি কেন্দ্রের ৩৩টি বুথে ভোট নেওয়া হচ্ছে।

বাঘাইছড়ি পৌরসভা হওয়ার পর এটি দ্বিতীয় নির্বাচন। ২০০৪ সালে পৌরসভা ঘোষণা করা হলেও প্রথমে প্রশাসক নিয়োগ করা হয়। প্রায় সাত বছর পর ২০১১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম মেয়র নির্বাচিত হন আলমগীর কবীর।

নবগঠিত নির্বাচন কমিশনের এটি প্রথম নির্বাচন। সাবেক সচিব কে এম নূরুল হুদার নেতৃত্বে গত ৬ ফেব্রুয়ারি এই কমিশন গঠিত হয়। এ কমিশনের অধীনেই আগামী পাঁচ বছর জাতীয় ও স্থানীয় পর্যায়ের সব ভোট হবে। ২০১৯ সালের শুরুতে তাদের অধীনেই হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!