• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাঙালি, মানুষ, মুসলমান দর্শনে জঙ্গীবাদ নিরোধ সম্ভব


জবি প্রতিনিধি জানুয়ারি ৮, ২০১৭, ০৮:৩৬ পিএম
বাঙালি, মানুষ, মুসলমান দর্শনে জঙ্গীবাদ নিরোধ সম্ভব

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেছেন, জঙ্গী তৎপরতা যাতে বৃদ্ধি না পায় সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। বাঙালি, মানুষ, মুসলমান এই দর্শন এর মধ্য দিয়ে আভ্যন্তরীণ জঙ্গীবাদ নিরোধ সম্ভব হবে।

রোববার (৮ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটোরিয়ামে "সাউথ এশিয়ান স্টাডি সার্কেল"-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, ‘রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বিশ্ববিদ্যালয়ের বিভাগসমূহের মধ্যে গবেষণা এবং উচ্চতর শিক্ষায় অন্যতম। রাষ্ট্রের রাজনীতি এবং পারিপার্শিক উন্নয়নের ক্ষেত্রে এই বিভাগের ছাত্র-শিক্ষকদের অবদান আরো বেশি অনস্বীকার্য হবে তাদের গবেষণার মধ্য দিয়ে।’

বিভিন্ন দেশের নির্বাচনের সমালোচনা করে তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের নির্বাচন পদ্ধতি অনুকরণীয় ও শান্তিপ্রিয়।

সেমিনারে  "US President Election System: An Appraisal" (যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতি: একটি পর্যবেক্ষন) শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক দীপক কুমার বিশ্বাস এবং "Rohingya Refugee Crisis: Traditional and Non-Traditional Security Concern for Bangladesh" (রোহিঙ্গা উদ্বুস্তু সমস্যা: ঐতিহ্যগত ও অঐতিহ্যগত নিরাপত্তা, প্রেক্ষাপট বাংলাদেশ)’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আজমীরা সুলতানা।

সাউথ এশিয়ান স্টাডি সার্কেল-এর পরিচালক অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী’র সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাব্বির আহমেদ ও আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সমিতির সদস্য ড. সিনহা এম. এ সাঈদ বক্তব্য দেন।

এসময় বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!