• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাজার নিয়ন্ত্রণে ডিএসসিসির ৫ টিম


নিজস্ব প্রতিবেদক মে ১৮, ২০১৮, ০৭:৩১ পিএম
বাজার নিয়ন্ত্রণে ডিএসসিসির ৫ টিম

ঢাকা : রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫টি মনিটরিং টিম কাজ করবে। ডিএসসিসির আওতাধীন কাঁচা বাজারগুলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের করপোরেশনের পাঁচ অঞ্চলে আলাদা আলাদাভাবে কাজ করবে এসব টিম।

বৃহস্পতিবার (১৭ মে) দুপুরে রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার পরিদর্শনে গিয়ে এসব কথা জানান ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। আজ থেকেই টিমগুলো কাজ শুরু করবে বলেও জানান মেয়র।

সাঈদ খোকন বলেন, গত রমজানের তুলনায় এ বছর প্রায় প্রতি পণ্যেরই দাম কিছুটা কম। রমজান মাসে পণ্যের দাম ক্রেতাসাধারণের নাগালে রাখতে আমরা বাজার মনিটরিংয়ের কাজ করব। পাশাপাশি বিক্রেতারা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য যেন বিক্রি করতে না পারে সে লক্ষ্যে ডিএসসিসির পাঁচটি অঞ্চলে ৫টি টিম অভিযান পরিচালনা করবে।

তিনি বলেন, ২-৩ সপ্তাহ আগের চেয়ে বিভিন্ন পণ্যের দাম বাজারের কারণে ৫-১০ টাকা বেড়েছে। এই বর্ধিত মূল্যের চেয়েও রমজানে যদি কেউ বেশি নেয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মেয়র বলেন, আমরা বাজার যাচাই করে দর ঠিক করে দিয়েছি, দাম বাড়ানোর প্রবণতা দেখলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া সিটি করপোরেশনের প্রত্যেকটি বাজারে সব নিত্যপণ্যে দামের তালিকা থাকবে। এটা রাখা বাধ্যতামূলক করা হয়েছে। আমরা ছাড়াও বাজার মনিটরিংয়ের জন্য আলাদাভাবে পুলিশ-ভোক্তা অধিকার সংস্থাও মাঠে থাকবে।

পরিদর্শনকালে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, ওয়ার্ড কাউন্সিলর এমএ হামিদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাহউদ্দীন, প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার, ভোক্তা অধিকারের কর্মকর্তাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!