• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাজুসের ধর্মঘট: সাথে নেই দিলদার!


নিজস্ব প্রতিবেদক জুন ৮, ২০১৭, ০১:১৮ পিএম
বাজুসের ধর্মঘট: সাথে নেই দিলদার!

ঢাকা: বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতির (বাজুস) অনির্দিষ্টকালের ধর্মঘটের সাথে নেই আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের। তিনি বলেছেন, ‘এমনিতেই আমাদের অবস্থা খারাপ তার মধ্যে আন্দোলন করে কি কোনো ফল হবে?’

বুধবার (৭ জুন) এক সংবাদ সম্মেলনে আগামী রোববার (১১ জুন) থেকে অনির্দিষ্ট কালের ধর্মঘটের ডাক দেয় বাজুস। 

এ বিষয়ে দিলদার আহমেদ গণমাধ্যমকে জানান, এখন কোনো ধরণের ঝামেলায় যেতে চাই না। বাজুস কোনো আন্দোলনের ডাক দিয়েছে কিনা সেটাও জানি না। এছাড়া যদি আন্দোলনের ডাক দিয়েও থাকে, তাহলে এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনের মাধ্যমেই এখন প্রমাণিত হবে আমাদের স্বর্ণ বৈধ নাকি অবৈধ। এ বিষয়ে এখন এর বেশি কিছু বলতে চাই না। তবে আমি চাই, যারা অবৈধভাবে জুয়েলারি ব্যবসা করছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হোক। তাহলেই বোঝা যাবে দেশে কতোজন সৎ স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন।

গত ১৪-১৫ মে চোরাচালানের অভিযোগে আপন জুয়েলার্সের পাঁচটি শোরুম থেকে প্রায় ১৩ মণ স্বর্ণ ও ৪২৯ গ্রাম ডায়মোন্ড সাময়িকভাবে জব্দ করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!