• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাজেয়াপ্ত হলো মডেল জাকিয়া মুনের পোরশে


বিনোদন প্রতিবেদক জুন ১২, ২০১৭, ০৮:৪৪ পিএম
বাজেয়াপ্ত হলো মডেল জাকিয়া মুনের পোরশে

ঢাকা: শুল্ক ফাঁকির অভিযোগে ফ্যাশন মডেল জাকিয়া মুনের ব্যবহৃত ব্রিটিশ নম্বর প্লেটের পোরশে গাড়ি বাজেয়াপ্ত করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। একইসঙ্গে তাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা কাস্টম হাউসের কমিশনার শুল্ক আইন অনুযায়ী সোমবার এই সিদ্ধান্ত দেন। গত ৬ জুন গুলশানের এক বাড়ির পার্কিং থেকে ব্রিটিশ নম্বরযুক্ত (AS05AUM) পোরশে গাড়িটি আটক করেন শুল্ক গোয়েন্দারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আফজাল আলী নামে এক ব্রিটিশ নাগরিকের নামে কারনেট সুবিধার আওতায় প্রায় ৩ কোটি টাকা দামের গাড়িটি যুক্তরাজ্য থেকে আনা হয়। কিন্তু নির্ধারিত সময়ে ফিরিয়ে না নিয়ে প্রায় ২ কোটি ২৭ লাখ টাকার শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে গাড়িটি হস্তান্তর করা হয়। পরবর্তীতে তা ব্যবহার করছিলেন জাকিয়া মুন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গাড়ির আমদানিকারক আফজাল আলী এবং মুনের স্বামী গার্মেন্ট ব্যবসায়ী শফিউল আলম মহসীনের বিরুদ্ধেও অভিযোগ এনেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এ বিষয়ে একটি ফৌজদারি মামলা করার কথাও শুল্ক গোয়েন্দা বিভাগ ভাবছে।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!