• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাড়ছে সেইন নদীর পানি, বন্যা ঝুঁকিতে প্যারিস


আন্তর্জাতিক ডেস্ক জুন ৪, ২০১৬, ০৯:৫৭ এএম
বাড়ছে সেইন নদীর পানি, বন্যা ঝুঁকিতে প্যারিস

অবিরাম বৃষ্টির কারণে ত্রিশ বছরের মধ্যে সবচেয়ে উঁচু লেভেলে বইছে রিভার সেইনের পানি। আর এর ফলে বন্যার ঝুঁকিতে পড়েছে ফ্রান্সের রাজধানী প্যারিস। সেইন নদীর পানি এখন ৬.৫ মিটার উচ্চতায় বইছে।

প্যারিসের অনেক এলাকার মেট্রো চলাচল আর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ হয়ে গেছে ল্যুভর মিউজিয়ামও। তবে মিউজিয়ামের নীচতলা আর মাটির তলাগুলোয় থাকা বহুমূল্য শিল্পকর্ম নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। নদীর পাশের অনেক এলাকায় পানি উপড়ে পড়তে শুরু করেছে।

পানি প্রবাহের কারণে বেশ কয়েকটি সেতু বন্ধ করে দেয়া হয়েছে। নদীতে নৌকা চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর মধ্যেই ফ্রান্সের কয়েকটি শহর বন্যায় আক্রান্ত হয়েছে। ইউরোপ জুড়ে অতি বৃষ্টি আর বন্যায় অন্তত ১৫জন মারা গেছে।

বন্যায় আক্রান্ত হয়েছে জার্মানির দক্ষিণাঞ্চল, রোমানিয়া, বেলজিয়াম, অস্ট্রিয়া, নেদারল্যান্ড আর পোল্যান্ড। বন্যার কারণে কয়েক লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। ১৯৮২ সালের পর সেইন নদীর পানি এত উপর দিয়ে আর প্রবাহিত হয়নি। সূত্র : বিবিসি

সোনালীনিউজ/ঢাকা/আমা

Wordbridge School
Link copied!