• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাণিজ্যে শক্ত প্রতিযোগিতার মুখে বাংলাদেশ


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৬, ২০১৭, ০৭:৫৯ পিএম
বাণিজ্যে শক্ত প্রতিযোগিতার মুখে বাংলাদেশ

ঢাকা: আগামী ২০২৪ সালে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে পারে। তালিকা থেকে বের হলেও পরবর্তী তিন বছর অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত স্বল্পোন্নত দেশ হিসেবে প্রাপ্ত সুবিধাগুলো পাবে বাংলাদেশ। তবে, ২০২৭ সালের পর বিশ্ব বাণিজ্যে শক্ত প্রতিযোগিতার মুখে পড়তে হবে বাংলাদেশকে।

‘স্বল্পোন্নত দেশের ধাপ পেরোনোর পরবর্তী চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন আলোচকরা। বৃহস্পতিবার (১৬ মার্চ) বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফল পলিসি ডায়ালগ (সিপিডি) রাজধানীর একটি হোটেলে সেমিনারটির আয়োজন করে।

সিপিডির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত  এ আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির ফেলো মোস্তাফিজুর রহমান।

মূল প্রবন্ধে বলা হয়, ২০১৮ সালেই জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। গবেষণায় দেখেছি, ২০১৮ সালে জাতিসংঘের যে পর্যালোচনাটি হবে, সেখানে বাংলাদেশ বেশ শক্তিশালী একটি অবস্থানে থাকবে। সব মিলিয়ে ২০২৪ সালের দিকে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে আসতে পারবে বলে বিশ্লেষণে দেখা যাচ্ছে। আর তা হলে স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ যেসব বাজারসুবিধা পায়, ২০২৭ সালের পর আর তা পাবে না। পাশাপাশি বৈদেশিক সাহায্যের শর্তও এরপর কঠিন হতে থাকবে।

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আরো বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!