• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাদ পড়ার বৈধতা চ্যালেঞ্জ করে বিচারপতির রিট


আদালত প্রতিবেদক ফেব্রুয়ারি ১২, ২০১৭, ০৩:৫১ পিএম
বাদ পড়ার বৈধতা চ্যালেঞ্জ করে বিচারপতির রিট

ঢাকা: স্থায়ী নিয়োগ থেকে বাদ পড়ার বৈধতা চ্যালেঞ্জ করে বিচারপতি ফরিদ আহমদ শিবলী হাইকোর্টে রিট দায়ের করেছেন।

রোববার (১২ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ রিট আবেদনটি দায়ের করেন।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানান আইনজীবী মনজিল মোরসেদ।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি হাইকোর্টে নিয়োগ পাওয়া ১০ অতিরিক্ত বিচারপতির মধ্যে আটজনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন। এর মধ্যে বিচারপতি ফরিদ আহমদ শিবলী স্থায়ী বিচারপতি থেকে বাদ পড়েছেন। আরেক বিচারপতি জে এন দেব চৌধুরী মারা যাওয়ায় তিনিও বাদ পড়েন।

২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নেওয়া ১০ জনের মধ্যে বিচারপতি ফরিদ আহমদ শিবলীও ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!