• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাদাম চাষ জনপ্রিয় করতে নানা উদ্যোগ


মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি মে ১০, ২০১৭, ১২:০৪ পিএম
বাদাম চাষ জনপ্রিয় করতে নানা উদ্যোগ

ঝালকাঠি: জেলায় অপ্রচলিত অর্থকরী ফসল বাদাম চাষকে জনপ্রিয় করতে কৃষি বিভাগ উদ্যোগ নিয়েছে। ঝালকাঠি জেলায় এবছর প্রায় একশ একর জায়গায় বাদাম চাষ সম্প্রসারণ করা হয়েছে। কৃষিবিভাগ কৃষকদের উদ্বুগ্ধ করে ১৫ জনের গ্রুপ করে ৩ থেকে ৪ একর জায়গায় প্রদর্শনী স্থাপন করেছে।

সাম্প্রতি আগাম জোয়ার ও অতি বৃষ্টির কারণে বাদাম চাষ ব্যহত হওয়ার আশংকা দেখা দিলেও তা কাটিয়ে উঠেছে। ঝালকাঠি জেলায় কৃষি বিভাগ বারিচিনা বাদাম-৯ জাতের চাষে উদ্বুগ্ধ করছে। এর উৎপাদন হেক্টর প্রতি দুই থেকে আড়াই মেট্রিকটন।

একজন কৃষকের এক বিঘা জমিতে বাদাম চাষের জন্য ১০ হাজার টাকা খরচ হবে। উৎপাদিত বাদাম বিক্রি করে ৩০ হাজার টাকা আয় করা সহজেই সম্ভব।

ঝালকাঠি জেলার চরাঞ্চল এলাকায় বাদাম চাষের জন্য উপযোগি। কৃষকদের ১৪০ দিনের মধ্যে এই জাতের বাদাম চাষ করে লাভবান করতেই চাষাবাদ সম্প্রসারণ করা হচ্ছে, জানায় কৃষিবিভাগ। সোমবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলার চর ভাটারাকান্দা ব্লকে এ নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!