• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বানিয়াচংয়ে বিয়ে বাড়ির দই খেয়ে শিশুসহ অসুস্থ ৭০


হবিগঞ্জ প্রতিনিধি নভেম্বর ৩, ২০১৭, ০৯:২৬ এএম
বানিয়াচংয়ে বিয়ে বাড়ির দই খেয়ে শিশুসহ অসুস্থ ৭০

হবিগঞ্জ: জেলার বানিয়াচংয়ে বিয়ে বাড়ির দই খেয়ে শিশুসহ অন্তত ৭০ জন অসুস্থ হয়েছেন। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত ৭০ জনকে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলা সদরের জাতুকর্ণপাড়া চান্দের মহল্লার ওয়াহিদ মিয়ার মেয়ের সঙ্গে পার্শ্ববর্তী এলাকার মুসলিম মিয়ার ছেলের বিয়ে অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে বরযাত্রীরা খাওয়া-দাওয়া শেষে চলে যাওয়ার পর সন্ধ্যা থেকে বমি এবং পেটের ব্যথা শুরু হতে থাকে তাদের।

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাদী মো. শাহ পরান জানান, ফুড পয়জনিং-এর কারণে এ সমস্যা হয়েছে। ধারণা করা হচ্ছে বিয়ে অনুষ্ঠানে যারা দই খেয়েছেন শুধু তারাই অসুস্থ হচ্ছেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!