• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাবরের বিরুদ্ধে মামলা নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের


আদালত প্রতিবেদক মার্চ ৩০, ২০১৭, ১২:২৯ পিএম
বাবরের বিরুদ্ধে মামলা নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

ঢাকা: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩০ মার্চ) মামলাটি বাতিলে তার করা আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে বাবরের পক্ষে শুনানি করেন আইনজীবী এবিএম রফিকুল হক তালুকদার রাজা। দুদকের পক্ষে ‍শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান।

২০০৮ সালের ১৩ জানুয়ারি ৭ কোটি ৫ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকা জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে রমনা থানায় বাবরের বিরুদ্ধে মামলাটি করে দুদক।

পরে বাবরের বিরুদ্ধে অভিযোগ আমালে নেন বিচারিক আদালত। বিচারিক আদালতের ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে বাবর। যে আবেদন বৃহস্পতিবার খারিজ হয়ে যায়।

বর্তমানে মামলাটি মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে বিচারাধীন রয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!