• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাবাকে নিয়ে শিবুকান্তি দাশের তিনটি ছড়া


সাহিত্য-সংস্কৃতি ডেস্ক জুন ১৮, ২০১৬, ০৩:৩৮ পিএম
বাবাকে নিয়ে শিবুকান্তি দাশের তিনটি ছড়া

আমি যদি বাবা হতাম

আমি যদি বাবা হতাম বাবা যদি ছেলে
সারাটা দিন পার করত নানান খেলা খেলে
আমি কিন্তু একটুও না বকা দিতাম তাকে
ঘুড়ি নিয়ে খেলবে খেলুক ছেলেমেয়ের ঝাঁকে।

আমি যদি বাবা হতাম বলে যেতাম এই
আঘাত আসুক তবু হারিও না খেই
ইচ্ছা হলে ইশকুলে যাও নয়তো হাওয়া খাও
না হয় তুমি মনটা খুলে ভাটিয়ালি গাও।

লেখাপড়া শিখলে সবাই চাকরি কি আর পায়?
জ্ঞানী-গুণী হতে হবে নিজেরই চেষ্টায়
নিজের ভালো নিজে তুমি নাই-বা যদি বোঝো
বাবার যত সাহস থেকে তোমার সাহস খোঁজো।

ছেলেরা তো পাখির মতো মুক্ত স্বাধীন তাই
তাদের মতো গড়তে দাও তাদের জীবনটাই।
দেখবে তারা শিখবে তারা বিশ্ব করবে জয়
তাদের হাতের আবিষ্কারে দেখাবে বিস্ময়।

আমি যদি বাবা হতাম ছেলে হতো স্বাধীন
খুশি মনে পড়ত এবং নাচত তাধিন তাধিন।

সবচে দামি

জানো,
কখন আমার দুঃখ মনে আসে
আমায় যখন কেউ না ভালোবাসে
তাকিয়ে থাকি আকাশ পানে চেয়ে
অশ্রু ঝড়ে আমার দু’চোখ বেয়ে।

রাতের আকাশ তারায় তারায় জ্বলে
ওরা আমায় যায় না কিছু বলে
আমার শুধু কান্না আসে জোরে
জুই চামেলি গন্ধ ছড়ায় ভোরে।

দুপুর রোদে সবাই থাকে ঘরে
আমার ভেতর উথাল পাতাল করে
কিসের দুঃখ কিসের ব্যাথা আমার?
বাবার কথায় মনে পড়ে বারবার।

বাবা আমার হারিয়ে গেছে কবে
মুখ ফিরিয়ে নেয় যে এখন সবে
বাবার কাছে মানিক ছিলাম আমি
এখন বুঝি বাবায় হচ্ছে দামি।

অহংকার

আমার বাবা তিনি
যে আমাকে আমি হতে
সৃষ্টা ছিলেন যিনি।

আমার বাবা স্বাধীনচেতা
মুক্ত মনন মান্য
আমার বাবা মহান পুরুষ
শ্রেষ্ট এবং অনন্য।

তিনি আমায় শিখিয়ে গেছেন
মানুষ বাসতে ভালো
অন্ধকারকে দূর করিতে
জ্বালিয়ে দিতে আলো।

সত্য ন্যায়ের পথ চলিতে
শিক্ষাটা পায় বাবার
বাকা পথে পা না দিয়ে
সোজা পথে যাবার।

পরের দুঃখে দুখী হয়ে
বাবার জীবন পার
বাবা আমার গর্ব গৌরব
বিশাল অংহকার।

শিবুকান্তি দাশ :
শিবুকান্তি দাশ, পেশায় সাংবাদিক হলেও পরিচিতি শিশু সাহিত্যিক হিসেবেই। র্দীঘদিন ধরে এ পেশায় থাকার পাশাপাশি শিশুসাহিত্য ও ছড়া নিয়ে চর্চা করে আসছেন। শিশু সাহিত্যে অবদান রাখার জন্য  তিনি পেয়েছেন নানা পুরস্কার ও সম্মাননা। এ বছর বাংলাদেশ শিশু একাডেমী প্রকাশ করেছে তাঁর কিশোর কবিতাগ্রন্থ ‘মাঠ পেরুলেই বাড়ি’। সব মিলিয়ে তার বইয়ের সংখ্যা ১২। তিনি বর্তমানে চট্টগ্রামের প্রভাবশালী পত্রিকা দৈনিক পূর্বকোণ-এর ঢাকা অফিসে সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করছেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি
 

Wordbridge School
Link copied!