• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বারী সিদ্দিকীর মৃত্যুতে শোক জানালেন প্রধানমন্ত্রী


নিউজ ডেস্ক নভেম্বর ২৪, ২০১৭, ০৭:৫৯ পিএম
বারী সিদ্দিকীর মৃত্যুতে শোক জানালেন প্রধানমন্ত্রী

ঢাকা: বিশিষ্ট সঙ্গীত শিল্পী, গীতিকার ও বংশীবাদক বারী সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অসংখ্য শ্রোতানন্দিত গানের এই গায়কের মৃত্যুতে এক শোক বিবৃতিতে শেখ হাসিনা বলেন, দেশের মানুষ একজন জনপ্রিয় বাংলা লোকসঙ্গীত শিল্পীকে হারালো। তিনি আরও বলেন, যতদিন লোকসঙ্গীত থাকবে, ততদিন বারী সিদ্দিকী বেঁচে থাকবেন।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শুক্রবার(২৪ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক জানান প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত আড়াইটার কাছাকাছি সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বারী সিদ্দিকী। শুক্রবার গ্রামের বাড়ি নেত্রকোনায় তাকে দাফন করা হয়।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!