• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বার্ট্রান্ড রাসেল থেকে শেখ রাসেল!


ফেসবুক থেকে ডেস্ক আগস্ট ১১, ২০১৭, ১০:৪২ পিএম
বার্ট্রান্ড রাসেল থেকে শেখ রাসেল!

বঙ্গবন্ধু-শেখ রাসেল-বার্ট্র্রান্ড রাসেল

ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেলের বই বেশি পড়তেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বলা যায়, ব্রিটিশ এই দার্শনিকের লেখার প্রতি আলাদা মুগ্ধতা ছিল বঙ্গবন্ধুর। আর সে জন্যই নিজের ছোট ছেলের নাম রেখেছিলেন ‌‘শেখ রাসেল’।

শুক্রবার (১১ আগস্ট) নিজ ফেসবুক অ্যাকাউন্টে এমনটাই জানিয়েছেন একসময়ের ডাকসাইটের ছাত্রনেতা ও সিনিয়র সাংবাদিক জাফর ওয়াজেদ।

ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেল ও বঙ্গবন্ধুকে নিয়ে এ দিন দুটি স্ট্যাটাস দেন সাংবাদিক জাফর ওয়াজেদ। তার সেই স্ট্যাটাস দুটি সোনালীনিউজের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:-

‘দার্শনিক বার্ট্র্রান্ড রাসেল ছিলেন বঙ্গবন্ধুর পাঠ তালিকায়। মুগ্ধ ছিলেন তার রচনায়। তাই কনিষ্ঠ পুত্রের নাম রাখেন রাসেল। বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনে রাসেলের প্রভাব কম নয়। জেল ও জেলের বাইরে রাসেল গ্রন্থ পাঠ করতেন। তার পাঠাগারে দেখেছি রাসেলের রচনা সমগ্রর পাঁচ খন্ড।’

অপর একটি স্ট্যাটাসে এই সিনিয়র সাংবাদিক লিখেছেন, ‘বঙ্গবন্ধুর প্রিয় লেখক বার্ট্র্রান্ড রাসেল তার ’পাওয়ার’ গ্রন্থে লিখেছেন-ক্ষমতা লাভের প্রেরণা দুই প্রকার- প্রথমটি নেতাদের মধ্যে স্পষ্ট, অন্যটি অনুসারিদের মধ্যে প্রচ্ছন্ন। কোনো নেতাকে স্বত:স্ফূর্তভাবে অনুসরণ করার উদ্দেশ্য হচ্ছে নেতার নেতৃত্বাধীন দল কর্তৃক ক্ষমতা অর্জন করা। কারণ তারা মনে করেন, নেতার সাফল্যই তাদের সাফল্য।

অধিকাংশ লোকই বিজয় লাভের লক্ষ্যে নেতৃত্বদানে নিজের যোগ্যতায় ওপর ভরসা করতে পারে না। তাই তারা এমন এক ব্যক্তিকে তাদের দলের নেতা বানাতে চায়, যার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনের প্রয়োজনীয় সাহস ও বিচক্ষণতা আছে বলে তাদের মনে হয়। এমনকি ধর্মের বেলায়ও এই আবেগ বিদ্যমান।

মানুষ যতক্ষণ পর্যন্ত কোনো কার্য পরিচালনার ক্ষেত্রে তার যোগ্যতায় বিশ্বাস করে, ততক্ষণ সে ক্ষমতার আশা করে, কিন্তু যখন নিজের অযোগ্যতা সম্পর্কে বুঝতে পারে, তখন সে একজন নেতাকে অনুসরণ করার সিদ্ধান্ত নেয়।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!