• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বার্সা কর্তাদের নিয়ে ‘বিস্ফোরক’ নেইমার!


ক্রীড়া ডেস্ক আগস্ট ২১, ২০১৭, ০৬:৪৯ পিএম
বার্সা কর্তাদের নিয়ে ‘বিস্ফোরক’ নেইমার!

ঢাকা: মাসখানেক আগেই বার্সেলোনার কর্মকর্তাদের ওপর ক্ষোভ উগরে দিয়েছিলেন দানি আলভেজ। ক্লাব ছাড়ার সময় বার্সা কর্তাদের আচরণে আঘাত পাওয়ার বিষয়টি সামনে এনেছিলেন এই ব্রাজিলিয়ান রাইটব্যাক। দলবদলের পর ঠিক আলভেজের সুরেই বার্সা কর্তাদের বিঁধলেন নেইমার।

২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব স্যান্তোস থেকে ৫৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দিয়েছিলেন নেইমার। এই চার বছরে বার্সার হয়ে মোট ১০৫টি গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা। জিতেছেন দুটি লা -লিগা, তিনটি কোপা দেল রে ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট আটটি শিরোপা। ২০১৫ সালে মেসি,রোনালদোর পর তৃতীয় সেরা ফুটবলারও হন নেইমার।

এত সাফল্য সত্ত্বেও কেন বার্সা ছেড়েছেন নেইমার? সেই কথাই জানালেন ব্রাজিলিয়ান ফুটবলের বড় ভরসা, ‘আমি যখন বার্সেলোনায় আসি তখন ক্লাবের পরিচালনা কমিটিতে অন্য লোক ছিল। ওদের সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল। ওরা চলে যাওয়ার পর পর থেকেই আমার সমস্যা শুরু হয়।’

এখানেই থামেননি নেইমার। তিনি মনে করেন, বার্সাকে ভালোভাবে চালাতে হলে এইসব লোককে পরিবর্তন করা দরকার, ‘বার্সেলোনায় আমার অনেক বন্ধু রয়েছে। ওদের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। কিন্তু পরিচালনা কমিটিতে পরিবর্তন না হলে বার্সায় থাকা সম্ভব হচ্ছিল না। তাই আমার মনে হয়, বার্সায় এখন দরকার কিছু ‘ভালো’ কর্মকর্তাকে। যারা ক্লাবকে ভালো চালাতে পারবে।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!