• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বার্সার জয়ের রাতে ‘রেফারি’ বিতর্ক


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২২, ২০১৭, ১১:৫০ এএম
বার্সার জয়ের রাতে ‘রেফারি’ বিতর্ক

ঢাকা: ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ম্যাচের তখন দুই মিনিট অতিবাহিত হয়েছে। দর্শকেরা কিছু বুঝে ওঠার আগেই বাঁ প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা করেছিলেন বার্সেলোনা লেফট-ব্যাক লুকাস দিনিয়ে। কিন্তু তাঁর দেওয়া ক্রস এক ডিফেন্ডারের পায়ে লেগে বাইলানের ওপাশে চলে যায়। এটাকে গোল কিক ভেবে চুপচাপ ছিলেন মালাগার খেলোয়াড়েরা। কিন্তু রেফারি বা তাঁর সহকারীদের কেউই গোল কিকের বাঁশি না বাজানোয় দিনিয়ে সুযোগটা লুফে নিয়েছেন।

বল বাইলাইন পেরিয়ে গেলেও তাতেই আবার ক্রস করেন দিনিয়ে। মালাগার বক্সে দাঁড়িয়ে জেরার্ড দেউলোফেউয়ের সেই বল জালে পাঠাতে কোনো সমস্যাই হয়নি। অবাক মালাগার খেলোয়াড়েরা এর প্রতিবাদে রেফারি গঞ্জালো ফুয়ের্তেসের ছুটে গেলেও কর্ণপাত করেননি।

তবে ৫৬ মিনিটে দারুণ এক গোল করে বিতর্ককে কিছুটা হলেও ধামাচাপা দেন আন্দ্রেস ইনিয়েস্তা। মালাগা বক্সের সামনে থেকে পাসটি বাড়িয়েছিলেন লিওনেল মেসি। এ মৌসুমে এটাই প্রথম গোল ইনিয়েস্তার। শেষ অবধি ২-০ গোলে জিতে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ভালভার্দের দল। ৯ ম্যাচে মোট ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখল বার্সা। তবে রেফারির দেওয়া সেই বিতর্কিত গোলটি নিয়ে আলোচনা সহসাই থামছে না। স্যোশাল মিডিয়া এরই মধ্যে সরব হয়ে উঠেছে সেই বিতর্কিত গোলটি নিয়ে।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!