• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বার্সেলোনা-বিলবাও মুখোমুখি হচ্ছে


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১১, ২০১৭, ০৮:০২ পিএম
বার্সেলোনা-বিলবাও মুখোমুখি হচ্ছে

ঢাকা: গত মৌসুমে লা লিগার শিরোপা জিতেছিল বার্সোলোনা। এছাড়া বাকি টুর্নামেন্টগুলোতে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি লুইস এনরিকের শিষ্যরা। চলতি মৌসুমে লা লিগার শিরোপার দৌড় থেকেও অনেকটা পিছিয়ে পড়েছে বার্সেলোনা। পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান ফিরে পেতে বেশ লড়াই করতে হচ্ছে বর্তমান চ্যাম্পিয়নদের। এমন অবস্থায় কোপা দেল রে'র দ্বিতীয় লেগে অ্যাটলেটিক বিলবাওয়ের মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা। ন্যু ক্যাম্পে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত সোয়া দুইটায়।

প্রথম লেগে হারায় এই ম্যাচে জয়ের বিকল্প নেই মেসি-নেইমারদের। কারণ, প্রথম লেগের ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে অ্যাওয়ে ম্যাচে ২-১ গোলে হেরে বসে কাতালানরা। যে কারণে বেশ নড়বড়ে অবস্থানে লুইস এনরিকের দল। এমন অবস্থায় হোম ম্যাচে বড় ব্যবধানে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের। ন্যু ক্যাম্পে সবসময়ই কঠিন প্রতিপক্ষ মেসি-নেইমাররা। তার ওপর প্রথম ম্যাচে হারের কারণে জয়ের ক্ষুধায় আক্রমণাত্মক থাকবে লুইস এনরিকের বার্সা।

এই ম্যাচটাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন মেসি-নেইমাররা। যে কারণে ‍দুইদিন আগে জুরিখে হয়ে যাওয়া ফিফা বর্ষসেরা পুরস্কার প্রদান অনুষ্ঠানেও দেখা মেলেনি বার্সার কোনো ফুটবলারকে। আর এ ম্যাচে মাঠে নামার আগে পরিসংখ্যানকেও পাশে পাচ্ছে বার্সেলোনা। বিলবাওয়ের বিপক্ষে মুখোমুখি দেখায় এগিয়ে কাতালানরাই। শেষ ৫ ম্যাচে বার্সেলোনার ৪ জয়ের বিপরীতে বিলবাওয়ের জয় মাত্র ১টিতে।

তবে পরিসংখ্যান যাই হোক এ ম্যাচে জিততে হলে অন্তত দুই কিংবা তারও বেশি গোলের ব্যবধানে জয় পেতে হবে বার্সেলোনাকে। নইলে ছিটকে পড়তে হবে কোপা দেল রে'র শিরোপার দৌড় থেকে। তবে বিলবাওয়ের জন্য সমীকরণ বেশ সহজ। বার্সার সঙ্গে ড্র করলেই কোয়ার্টারে নাম লিখাবে ভালভার্দের শিষ্যরা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!