• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বার্সেলোনাকে শীর্ষে থাকতে দিল না রিয়াল


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২৭, ২০১৭, ০৩:৩৪ পিএম
বার্সেলোনাকে শীর্ষে থাকতে দিল না রিয়াল

ঢাকা: অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছিল বার্সেলোনা। কিন্তু খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি কাতালানদের উচ্ছ্বাস। মেসি-নেইমারদের উৎসবটা দীর্ঘ হতে দেননি রোনালদো-বেলরা। রোববার (২৭ ফেব্রুয়ারি) ভিয়ারিয়ালের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে জিনেদিন জিদানের দল। এদিন সব ধরনের প্রতিযোগিতা টানা ৪৪টি ম্যাচে গোল করার রেকর্ড স্পর্শ করেছে রিয়াল মাদ্রিদ। ১৯৪৪ সাথে কোন স্প্যানিশ ক্লাব হিসেবে বার্সেলোনা এই রেকর্ড গড়েছিল।

ম্যাচের ৫০ মিনিটে মানু ট্রিগেরাস প্রথম গোল করে স্বাগতিক ভিয়ারিয়ালকে এগিয়ে দেন। এরপর ব্রুনো সোরিয়ানোর সহায়তায় সেডরিক বাকামবু রিয়াল গোলরক্ষক কেইলর নাভাসকে কাটিয়ে ব্যবধান দ্বিগুণ করেন। সাথে সাথে জবাব প্রায় দিয়েই ফেলেছিলেন রোনাল্ডো। কিন্তু পর্তুগীজ তারকার ভলি পোস্টে লেগে ফেরত আসলে হতাশ হতে হয় রিয়ালকে। যদিও ৬৪ মিনিটে ডানি কারভাজালের ক্রস থেকে বেল মাদ্রিদকে লড়াইয়ে ফিরিয়ে নিয়ে আসেন।

প্রথম ঘন্টাখানেক ভিয়ারেল বেশ দাপটের সাথেই খেলেছে। কিন্তু ম্যাচ শেষের ৩০ মিনিট রিয়ালের বেশ কয়েকটি আক্রমণে দিশেহারা হয়ে যায় স্বাগতিক রক্ষণভাগ। ভিয়ারেলের দুর্ভাগ্যের কারণেই হয়তো নিজেদের গোল এরিনার মধ্যে সোরিয়ানোর হাতে বল লাগলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পেনাল্টির গোলের পরে আলভারো মোরাতা দলের জয় নিশ্চিত করেন।

সর্বশেষ ২০১৬ সালের এপ্রিলে চ্যাম্পিয়ণস লীগের সেমিফাইনালের প্রথম লেগে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটি মাদ্রিদকে কোন গোল করতে দেয়নি। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। কিন্তু ঐ ম্যাচটি পরবর্তীতে আর জিদানের দলকে আটকাতে পারেনি। পরের লেগে ১-০ গোলে জয়ী হয়ে শেষ পর্যন্ত শিরোপা ঘরে তুলে গ্যালাকটিকোরা।

বুধবার (১ মার্চ) ঘরের মাঠ সানতিয়াগো বার্নাব্যুতে লাস পালমাসের বিপক্ষে গোল করতে পারলে স্প্যানিশ ক্লাব হিসেবে বার্সেলোনার ৭৩ বছরের গোলের রেকর্ড ভঙ্গ করবে রিয়াল মাদ্রিদ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!