• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ে নিরোধে শপথ বাক্য পাঠ


কুষ্টিয়া প্রতিনিধি এপ্রিল ২৭, ২০১৭, ০৫:২২ পিএম
বাল্যবিয়ে নিরোধে শপথ বাক্য পাঠ

কুষ্টিয়া: জেলার কুমারখালীতে বাল্যবিয়ে নিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্প (যদুবয়রা) এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাল্যবিয়ে মুক্ত ওয়ার্ড ঘোষণার লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, প্যানেল মেয়র এসএম রফিক, যদুবয়রা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হযরত আলী, লালন আবাসন প্রকল্প সভাপতি তাইজাল আলী ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে প্যানেল মেয়র এসএম রফিক বলেন, ‘বাল্যবিয়ের কারণে একটি মেয়ের জীবন অচিরেই ঝরে পড়বে। বাল্যবিয়ে থেকে দূরে থাকতে হবে এবং বাবা-মাকে বোঝাতে হবে যে, বাল্যবিয়ে হলে একটি উজ্জল ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। তাছাড়া নারী নির্যাতনের প্রবণতা বেড়ে যায়।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের সবধরনের সুবিধা দিয়েছেন। কোনো নারী দেশের বোঝা নয়। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এদেশের নারীরাও ডিজিটাল দেশ গঠনে অংশীদার হবে। তাই বাল্যবিয়ে দিয়ে কারো জীবন নষ্ট করবেন না। উচ্চ শিক্ষিত হয়ে উন্নত দেশ গঠনে সরকারের সঙ্গে নিজেদের ভূমিকা রাখতে হবে।’

মতবিনিময় শেষে উপস্থিত অভিভাবকদের প্যানেল মেয়র এসএম রফিক শপথ বাক্য পাঠ করান।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!