• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাল্যবিয়ের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত


নাটোর প্রতিনিধি জুন ২৩, ২০১৮, ০৪:৪৬ পিএম
বাল্যবিয়ের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত

নাটোর : সিংড়ায় বাল্য বিয়ের খবর সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন বগুড়া থেকে প্রকাশিত দৈনিক বগুড়ার সিংড়া প্রতিনিধি ও সিংড়া প্রেস ক্লাবের সদস্য আশরাফুল ইসলাম সুমন। এ বিষয়ে বৃহস্পতিবার (২১ জুন) রাতে তার জীবনের নিরাপত্তা চেয়ে তিনি সিংড়া থানায় জিডি করেছেন।

জানা যায়, বুধবার দিবাগত রাতে উপজেলার সুকাশ ইউনিয়নের সুকাশ গ্রামের সুকাশ ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেনের ছেলের বাল্য বিবাহের আয়োজন চলছে এমন খবর সংগ্রহ করতে যায় সাংবাদিক আশরাফুল ইসলাম।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা মিন্টু, বেলাল, সিদ্দিকসহ আরো অনেকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে এবং গ্রাম পুলিশ আবু সাইদকে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। এ ছাড়াও খবর প্রকাশ ও পরবর্তী সময়ে ওই এলাকায় গেলে তার প্রাণনাশের হুমকিও দেয়। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হলে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে।

সাংবাদিক আশরাফুল ইসলাম বলেন, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছি।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, বিষয়টি জেনেছি, তদন্ত করে এ বিষয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!