• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাস চলাচল বন্ধ, চলছে পাঠাও-উবারের নৈরাজ্য


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৩, ২০১৮, ০২:২৭ পিএম
বাস চলাচল বন্ধ, চলছে পাঠাও-উবারের নৈরাজ্য

ঢাকা : রাজধানীতে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনে রাজধানীতে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ যাত্রীরা।

এই সুযোগে জনপ্রিয় হচ্ছে রাইড শেয়ারিং অ্যাপ, সেইসঙ্গে আসছে দফায় দফায় ভাড়া বাড়ার অভিযোগও। গ্রাহক সংখ্যা বাড়ায় ভাড়া বাড়তি রেখে সেবা দিতে হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, মুক্তবাজার অর্থনীতিতে গ্রাহকরাই এই সমস্যা সৃষ্টি ও বিনাশ নিয়ন্ত্রণ করতে পারে। কোনো সুনির্দিষ্ট ভাড়া নির্দেশনা নেই বললেন বিআরটিএ।

ব্যক্তিগত গাড়িকে উন্মুক্ত করে ভাড়ায় বারোয়ারি খাটাবার পদ্ধতি নিয়ে গত বছর ঢাকার রাস্তায় নামে উবার, পাঠাওসহ বেশকিছু রাইড শেয়ারিং অ্যাপ। সপ্তাহে ২০ হাজার টাকা, মাসে ৮০ হাজার টাকা এমন আকর্ষণীয় অফারে সংগ্রহ করা হয় গাড়ি ও চালক।

একজন উবার চালক বলেন, ‘এ পর্যন্ত ১৭৮০ ট্রিপ মেরেছি। সপ্তাহে ২০ হাজার টাকার অফার দেয় আমাদেরকে। অন্যের গাড়ি চালিয়ে আমি এখন নিজেই একটি গাড়ি কিনে নিয়েছি।’

৪০ থেকে ৭০ শতাংশ ছাড়ের বিজ্ঞাপনে আগ্রহী হয়ে ওঠে যাত্রীরাও। একজন উবার যাত্রী বলেন, ‘সব সময় আমরা ডিসকাউন্ট পাই। ৩০% থেকে ৭০% পর্যন্ত ডিসকাউন্ট।’

পিক আওয়ার, ঝড়-বৃষ্টি আর নানা অজুহাতে সেই ভাড়া বেড়ে যায় কয়েকগুণ। যাত্রীরা বলেন, ‘ঢাকার মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে ২৫০০ টাকা লাগে। এই খরচে আমরা চলাচল করলে তো একটা গাড়ি কিনে ফেলা যায়।’

ঘটনার সত্যতা স্বীকার করে পাঠাও রাইডসের ভাইস প্রেসিডেন্ট কিশওয়ার আহমেদ হাশমি বলছেন, ‘অফিস আওয়ারে যাত্রীদের গাড়ির চাহিদা পূরণ করতেই ভাড়া বাড়ানো হয়। অফিস সময়ে একসঙ্গে ৩০ জন পর্যন্ত যাত্রী চেষ্টা করছেন একটি গাড়ি পাওয়ার জন্য। এমন অবস্থায় আমরা সমস্যা সমাধানের জন্য ভাড়ার ভিন্নতা করি। এটা মার্কেটের জন্য ভালো।’

পরিবহন বিশেষজ্ঞরা ড. সামছুল হক বলছেন, ‘মুক্ত বাজার অর্থনীতিতে গ্রাহকরই সর্বেসর্বা। তারা চাইলেই বড় ভূমিকা পালন করতে পারেন। সরকারের নজর থাকতে হবে। জনগণের জানমালের দায়িত্ব সরকারের।’

বিআরটিএ’র সড়ক নিরাপত্তা পরিচালক শেখ মো. মাহবুব-ই-রব্বানী বলছেন, ক্যাবের চেয়ে কম ভাড়া রাখার নির্দেশনা দিলেও কিলোমিটার হিসাব করে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়নি। সুনির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে দেওয়ার দরকার নেই। আমাদের টাক্সি ক্যাবের ভাড়া নির্ধারণ হয় কিলোমিটারের ভিত্তিতে। তার বেশি নিতে পারবে না। ভাড়ার ভিন্নতা তারা করতেই পারে। এক পিক সময়ে একরকম এবং অন্য পিক সময়ে আরেক রকম করতেই পারে।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!