• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাসে পেট্রলবোমা হামলার অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার


বগুড়া প্রতিনিধি অক্টোবর ১০, ২০১৮, ০৮:০৪ পিএম
বাসে পেট্রলবোমা হামলার অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

ছবি: সোনালীনিউজ

বগুড়া : জেলার শাহজাহানপুরের সাজাপুর এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে বুধবার (১০ অক্টোবর)  দুপুরে ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় নূর মোহাম্মদ মুন্সি (৩৬) নামের এক যুবদল নেতাকে আটক করেছে।

আটক নূর মোহাম্মদ মুন্সি শাহজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকার নূরে আলমের ছেলে। এবং জেলা যুবদলের সহ-কৃষি বিষয়ক সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় ঘোষণার পরপরই দুপুর ১টার দিকে উপজেলার ওই স্থানে কোচ পৌঁছালে প্রথমে ৮-৯ জন যুবক বাসটিকে লক্ষ্য করে লাঠি ছুঁড়ে মারে। পরে ২ জন সামনে এসে পেট্রলবোমা নিক্ষেপ করে।
নিক্ষিপ্ত পেট্রলবোমাটি বাসের গ্লাস ভেঙে ভেতরে যায়। এ সময় তিনজন নারী যাত্রী আহত হয়। নিক্ষিপ্ত বোমাটি ততটা শক্তিশালী না হওয়ায় আহতদের আঘাত গুরুতর নয়।

এদিকে পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ নূর মোহাম্মদকে আটক করে।

শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম জানান, বোমা হামলা চালিয়ে দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে। এ সময় অবস্থার বেগতিক দেখে হামলাকারী তার মোটরসাইকেল ফেলে স্থানীয় একটি  পুকুরে ঝাপ দেয়। পরে পুকুর থেকে নূর মোহাম্মাদকে আটক করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর   

Wordbridge School
Link copied!