• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাসের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত


ঠাকুরগাঁও প্রতিনিধি সেপ্টেম্বর ২৩, ২০১৭, ০৯:৫৮ এএম
বাসের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত

ঠাকুরগাঁও: জেলার রাণীশংকৈল মহাসড়কে নাইট কোচের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো প্রায় ১০জন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে মহাসড়কের ফারাবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-রাণীশংকৈল উপজেলার নেকমরদ বিলপাড় গ্রামের ফইজুল ইসলামের কন্যা জুনাইত (৩) ও চন্দনচহট গ্রামের শাহাজাহান আলীর ছেলে মনজুর (৩০), মনসুর (২০)।

পুলিশ জানায়, রাণীংশকৈল উপজেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি নাইট কোচ উপজেলার ফাড়াবাড়ি নামক স্থানে পৌঁছালে একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ইজিবাইকের শিশু জুনাইত ও মঞ্জুর নামে ২ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। কোচের যাত্রীসহ আহত হয় প্রায় ১০ জন। এ সময় ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়।

পরে ফায়ার সার্ভিসের একটি দল হতাহতদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বালিয়াডাঙ্গী থানার উপ পরিদর্শক আবু হানিফ ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক কোচটিকে আটক করা হয়েছে। বর্তমানে রাণীংশকৈল বালিয়াডাঙ্গী মহাসড়কের যানচলাচল স্বাভাবিক রয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!