• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাস্তবতায় ফিরলেন হাথুরুসিংহে


ক্রীড়া প্রতিবেদক মার্চ ১২, ২০১৭, ১০:১৫ পিএম
বাস্তবতায় ফিরলেন হাথুরুসিংহে

ঢাকা: শ্রীলঙ্কায় অন্য বাংলাদেশকে দেখা যাবে। সাধারণ সমর্থক থেকে শুরু করে কোচ চন্ডিকা হাথুরুসিংহেও এটা বিশ্বাস করতে শুরু করেছিলেন। তিনি গল টেস্টের আগে বলে দিয়েছিলেন, বদলে যাওয়া বাংলাদেশকেই দেখা যাবে এই সিরিজে। কিন্তু হল উল্টো। প্রথম টেস্ট হেরে এরইমাঝে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ১৫ মার্চ থেকে পি সারা ওভালে শুরু হওয়া দ্বিতীয় টেস্টের আগে বাস্তবতায় ফিরলেন হাথুরুসিংহে। বললেন,‘ আমাদের ২০ উইকেট নেওয়ার পথ খুঁজে বের করতে হবে। আমাদের বোলিং আক্রমণ খুবই অনভিজ্ঞ। টেস্ট ক্রিকেটে পায়ের নিচে মাটি পেতে চাইছে এমন একটি দলের কাছে আমরা অনেক বেশি প্রত্যাশা করেছি। এটাই সত্যি।’

কোচের কথা ফেলনা নয়। বাংলাদেশের বোলিং আক্রমণ থেকে সাকিব আল হাসানকে বাইরে রাখলে সম্মিলিত অভিজ্ঞতা বেশি নয়। নিউজিল্যান্ড সিরিজে অভিষেক হয়েছে তাসকিন আহমেদ ও শুভাশিষ রায়ের। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে অভিষেক হলেও মোস্তাফিজুর রহমানকে চোট বাইরে রেখেছিল ছয় মাসেরও বেশি। তাই তার টেস্ট খেলা হয়ে ওঠেনি। হাথুরুসিংহে বলেন,‘ আমাদের বোলিং আক্রমণ থেকে সাকিবকে বাইরে রাখলে বাকি চারজনের অভিজ্ঞতা মাত্র ১৫টি টেস্ট। সাকিবও সেই আগের বোলার নেই। ২০১০ সালে ও সহায়ক কন্ডিশণে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিত। আমরা এখন দেশের বাইরে খেলছি।’

গল টেস্টের শেষ দিনে ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেললে ম্যাচটি ড্র করা যেত। কিন্তু কেউই সেই দায়িত্ব নিতে পারেননি। প্রথম ঘন্টাতেই আসলে সর্বনাশটা হয়েছে বাংলাদেশের। সেখান থেকে আর বের হওয়া যায়নি। কিভাবে এই সমস্যা কাটানো যায়? কোচ বলছেন, বেশি বেশি ম্যাচ খেলার সঙ্গে এটা আপনা-আপনি কেটে যাবে,‘ টেস্টে উইকেট নিতে হলে ব্যাটসম্যানদের ‘সেটা আপ’ করতে হবে। সেই বুদ্ধিমত্তা আসে বেশি বেশি খেললে। আমরা যত কথা বলি, এটা করতে সময় সময় লাগবেই। প্রতিপক্ষেরও তো স্কিল আছে, পরিকল্পনা আছে।’

এরআগে বাংলাদেশ যতবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে সবচেয়ে অনভিজ্ঞ এবারের এই দলটিই। তারওপর চোটে পড়ে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজও। সেই দলটির সঙ্গে যদি ভালো না করা যায় তাহলে তো প্রশ্ন উঠবেই।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!