• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাহুবলে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত


হবিগঞ্জ প্রতিনিধি অক্টোবর ১২, ২০১৭, ০৯:৫৪ এএম
বাহুবলে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত

হবিগঞ্জ: জেলার বাহুবলে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত ওই ব্যক্তি ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভোররাতে উপজেলার দারাগাঁও চা বাগানের ২ নম্বর সেকশন এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।  

নিহত ওই ব্যক্তির নাম মদন মিয়া ওরফে মোজাম্মেল (৩৪)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শাহপুর গ্রামের মরহুম রহমান মিয়ার ছেলে।

বাহুবল থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ দেব দাবি করেন, অস্ত্র, ডাকাতি, হত্যাসহ সাতটি মামলার আসামি মদনকে বুধবার গ্রেপ্তার করা হয়। রাতে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি সহযোগীদের নাম প্রকাশ করেন এবং অস্ত্র রাখার জায়গা সম্পর্কে তথ্য দেন। 

ভোররাতে মদনকে নিয়ে অভিযানে নামে পুলিশ। এ সময় হঠাৎ পুলিশের ওপর গুলিবর্ষণ করে মদনের সহযোগীরা। এ পরিস্থিতিতে পুলিশও পাল্টা গুলি করে। একপর্যায়ে মদন পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ডাকাতদের গুলি লাগে মদনের বুকে বলে দাবি করেন পরিদর্শক। 

পরে মদনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!