• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাড়লো গ্যাসের দাম: এক চুলা ৯০০, দুই চুলা ৯৫০


নিজস্ব প্রতিবেদক মে ৩১, ২০১৭, ০৮:৫২ পিএম
বাড়লো গ্যাসের দাম: এক চুলা ৯০০, দুই চুলা ৯৫০

ঢাকা: গ্যাসের নতুন দাম আগামীকাল বৃহস্পতিবার (১ জুন) থেকেই কার্যকর করা হবে। নতুন দাম অনুযায়ী এক চুলা ৯০০ এবং দুই চুলা গ্যাসের দাম ৯৫০ টাকা নির্ধারন করা হয়েছে। অর্থাৎ দ্বিতীয় দফায় বাড়লো গ্যাসের দাম।

এর আগে এনার্জি রেগুলেটরি কমিশনের দুই ধাপে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তের দ্বিতীয় ধাপের কার্যকারিতা ছয় মাসের জন্য আপাতত স্থগিত করে হাই কোর্টের দেয়া আদেশ স্থগিত করেন চেম্বার আদালত।

মঙ্গলবার (৩০ মে) চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালত হাই কোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।

গত ২৩ ফেব্রুয়ারি দুই ধাপে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয় বিইআরসি। সে অনুযায়ী প্রথম দফায় গত ১ মার্চ দাম বাড়ে। দ্বিতীয় দফায় ১ জুন থেকে দাম বাড়ার কথা ছিল।

গ্যাসের নতুন মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি ও নগর পরিকল্পনাবিদ স্থপতি মোবাশ্বের হোসেন গত ২৭ ফেব্রুয়ারি একটি রিট করেন। পরে ২৮ ফেব্রুয়ারি ১ জুন থেকে দ্বিতীয় ধাপে কার্যকর হতে যাওয়া গ্যাসের নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত ছয় মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!