• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাড়ি নিয়ে করা রিট প্রত্যাহারের আবেদন মওদুদের


আদালত প্রতিবেদক আগস্ট ৭, ২০১৭, ০১:৪৮ পিএম
বাড়ি নিয়ে করা রিট প্রত্যাহারের আবেদন মওদুদের

ফাইল ছবি

ঢাকা: বিনা নোটিশে গুলশানের বাড়ি থেকে উচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট প্রত্যাহার চেয়ে আবেদন করেছেন বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এই আবেদন করা হয়।

বাড়ি নিয়ে নিম্ন আদালতে একটি দেওয়ানী মামলা নিস্পত্তির অপেক্ষায় থাকায় হাইকোর্ট থেকে মামলা প্রত্যাহার চেয়ে আবেদন করা হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) আবেদনটির ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। মওদুদ আহমেদের দায়ের করা রিভিউ খারিজ করে সর্বোচ্চ আদালতের রায়ের পর গত ৭ই জুন গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের ১৫৯ নম্বর প্লটের বাড়ির মালামাল উচ্ছেদ করে বাড়িটি নিয়ন্ত্রণ নেয় রাজউক।

বিনা নোটিশে বাড়ি থেকে উচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে ৮ই জুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। বর্তমানে মওদুদ আহমদের করা রিটের শুনানি হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চে মুলতবি রয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!