• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ


রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জুলাই ২১, ২০১৮, ০৭:৫১ পিএম
বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ : জেলার রূপগঞ্জে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ জুলাই) সকালে ধর্ষিতার মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে গত ১৯ জুলাই রাতে উপজেলার কাঞ্চন বাজার এলাকায় ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার নগরপাড়া এলাকার সাদ্দত আলীর ছেলে কবির হোসেন ও বড়ালু পাড়াগাও এলাকার মহিবুরের ছেলে গাফফার।

ধর্ষিতার মা জানান, তার মেয়ে চনপাড়া এলাকায় একটি প্রতিবন্ধী স্কুলে লেখাপড়া করে। গত ১৯ জুলাই ওই প্রতিবন্ধী কিশোরী স্কুলে না যাওয়ার কারণে ভয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। ওইদিন সন্ধ্যায় এক সিএনজি চালক ফোন করে বলে তার মেয়ে ডেমরা থানার স্টাফ কোয়াটার এলাকায় আছে। পরে পরিবারের লোকজন স্টাফ কোয়াটারে গিয়েও ওই কিশোরীকে খুঁজে পায়নি। সিএনজি চালককে ফোন দিলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

১৯ জুলাই রাতে স্টাফ কোয়াটার থেকে বেলায়েত হোসেন ওই কিশোরীকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে উপজেলার কাঞ্চন বাজার এলাকায় নির্জন স্থানে নিয়ে গিয়ে সিএনজির ভেতরে ধর্ষণ করে। কবির হোসেন ও গাফফার ধর্ষণে সহযোগীতা করেন। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ধর্ষণে সহযোগীতার অভিযোগের ভিত্তিতে কবির হোসেন ও গাফফারকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!