• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাড়ি ফেরা হলো না বাবা-মেয়ের


বাগেরহাট প্রতিনিধি এপ্রিল ১৮, ২০১৮, ০৮:৪৪ পিএম
বাড়ি ফেরা হলো না বাবা-মেয়ের

প্রতীকী ছবি

বাগেরহাট: নিজের মোটরসাইকেলে স্ত্রী ও মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছিলেন আনিসুজ্জামান (৩৭)। কিন্তু পথিমধ্যে ঘাতক বাস তাকে বাড়ি ফিরতে দিলেন না! বাসের ধাক্কায় মেয়ে আনিসাকে (৭) নিয়ে চলে গেলেন না ফেরার দেশে। এছাড়া গুরুত্বর আহত অবস্থায় স্ত্রী রোজিনা বেগম (৩৩) খুলনা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৮ এপ্রিল) সকাল ৯টার দিকে জেলার ফকিরহাট উপজেলায় বাগেরহাট-খুলনা মহাসড়কে নওয়াপাড়ার কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আনিসুজ্জামানের বাড়ি উপজেলা শহরে। তিনি শহরের ইসমাইল অপটিক্যাল নামে চশমার দোকান ও মিঠাপুকুরের সবুজ নার্সারির মালিক।

ফকিরহাট থানার ওসি আ.ন.ম খায়রুল আলম জানান, আনিসুজ্জামান স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে গ্রামের বাড়ি খুলনার পাইকগাছায় যাচ্ছিলেন। পথিমধ্যে পেছন দিক থেকে খুলনাগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আনিসুজ্জামান। আহত স্ত্রী ও মেয়েকে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে মারা যান আনিসা।

নিহতদের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া যাত্রীবাসটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কাটাখালী হাইওয়ে থানার ওসি।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!