• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাড়িতে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ পুলিশের


নিজস্ব প্রতিবেদক জুন ২৮, ২০১৬, ০৯:২৫ পিএম
বাড়িতে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ পুলিশের

অপরাধ ঠেকাতে সকল প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে সিসি ক্যামেরা লাগানোর অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। মঙ্গলবার (২৮ জুন) মহাখালী বাস টার্মিনালে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মত বিনিময় সভায় তিনি এ অনুরোধ জানান।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকায় অপরাধ করে কেউ পার পাবে না। ইতোমধ্যে সারা শহর সিসি টিভির আওতায় নিয়ে আসার কাজ চলছে। উন্নত বিশ্বের দেশগুলোর মতো কম্পিউটারের বাটন টিপেই সব তথ্য জানা যাবে।

তিনি আরও বলেন, ভাড়াটিয়াদের যে তথ্য দেয়া হয়েছে, সেখান থেকে আমরা অনেক অপরাধীদের শনাক্ত করতে পেরেছি। কিছুদিন আগে মোহাম্মদপুরে সংঘটিত একটি হত্যাকান্ডের উদাহরণ টেনে বলেন, সেই হত্যাকা-ের কোনো ক্লু ছিলো না তবে সিসি ক্যামেরার ফুটেজ আমরা অপরাধীদের ধরতে সক্ষম হয়েছি।

জঙ্গিবাদ প্রসঙ্গে তিনি বলেন, এদেশে কোনো জঙ্গিবাদ চলবে না। জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দেয়া হবে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/আকন

Wordbridge School
Link copied!