• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বায়োডাটায় যে ভুলগুলো প্রায় সবাই করে থাকে


লাইফস্টাইল ডেস্ক জুলাই ১৫, ২০১৬, ০৬:২১ পিএম
বায়োডাটায় যে ভুলগুলো প্রায় সবাই করে থাকে

একের পর এক চাকরির পরীক্ষা দিয়ে যাচ্ছেন। কিন্তু কিছুতেই ভাগ্যের শিকে ছিঁড়ছে না। আসলে ভেবে দেখেছেন কি গলদ থাকতে পারে গোড়াতেই? নিয়োগ কর্মকর্তাদের কাছে আপনার পরিচয় বলতে আপনার পাঠানো বায়োডাটা। আর সেটাই যদি পছন্দ না হয়! আপনি পেশাদার কিনা, তা বলে দেবে আপনার বায়োডাটা। কারণ আপনার যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা সবই বায়োডাটার মধ্যে দিয়েই প্রকাশ পায়। আর এই বায়োডাটা পছন্দ হলেই আপনার সামনে খুলে যায় ভালো কোম্পানিতে চাকরির সুযোগ।

এখন বায়োডাটা বা সিভি বা রেজিউমে তৈরি করতে গিয়ে বেশকিছু ভুল প্রায় সবাই করেন। চলুন জেনে নেওয়া যাক, সেসব ভুল এড়িয়ে কীভাবে তৈরি করবেন স্মার্ট বায়োডাটা?

১) একাধিক ই-মেল ID থাকতে পারে, কিন্তু বায়োডাটায় কখনোই একাধিক মেল  ID দেবেন না।

২) কোনো বানান যেন ভুল না লেখা হয়।

৩) অভিজ্ঞতাকে হাইলাইট করতে গিয়ে অত্যাধিক পরিমাণে বুলেট ব্যবহার করবেন না।

৪) কম শব্দে কম কথায় গুছিয়ে সিভি লিখুন।

৫) ETC, SAME AS ABOVE ভুলেও এসব লিখবেন না।

৬) ক্যাপিটাল লেটার রেজিউমে বানাবেন না।

৭) বায়োডাটায় দেওয়া সব তথ্য নিজে একবার যাচাই করে নেবেন।

৮) আপনি কোম্পানির সেই নির্দিষ্ট পদের জন্য কী কারণে নিজেকে উপযুক্ত মনে করছেন, অল্পকথায় সেটা গুছিয়ে লিখুন। সূত্র: জিনিউজ

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!