• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বায়োমেট্রিক না করলে ১ জুন থেকে সিম বন্ধ : তারানা হা‌লিম


নিজস্ব প্রতিবেদক মে ১৫, ২০১৬, ০৪:০৮ পিএম
বায়োমেট্রিক না করলে ১ জুন থেকে সিম বন্ধ : তারানা হা‌লিম

আগামী ৩১ মে'র মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন না করলে ১ জুন থেকে তা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন ডাক ও টে‌লি‌যোগা‌যোগ প্র‌তিমন্ত্রী তারানা হা‌লিম। আজ রবিবার সচিবাল‌য়ে কলড্রপ বিষ‌য়ে মোবাইল ফোন অপা‌রেটর‌দের প্র‌তি‌নি‌ধি‌দের সঙ্গে বৈঠকে শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এ পর্যন্ত ৯ কোটি ৪০ লাখ সিম নিবন্ধন হয়েছে বলেও জানান তারানা হালিম।

৩১ মে'র পর রিম-সিম আর রি-ভেরিফিকেশন হবে না। অনিবন্ধিত সিম ৩১ মে'র পর ২ মাস পর্যন্ত বন্ধ থাকবে। এরপর ওই গ্রাহক যদি ওই সিম নিবন্ধন করতে চান, তাহলে ওই গ্রাহককে অগ্রাধিকার দেওয়া হবে।

কলড্রপ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, প্র‌তি‌দিন এক‌টির বে‌শি কলড্রপ হ‌লে দ্বিতীয় মি‌নিট থে‌কে ক্ষ‌তিপূরণ পা‌বেন গ্রাহকরা। এক‌টির বিপরী‌তে গ্রাহক‌দের এক মি‌নিট ক‌রে কল ফেরত দেওয়া হ‌বে। মোবাইল অপারেটরদের টাওয়ারের দ্বারা যদি বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হতে হয়, তবে সেই টাওয়ার থাকবে না বলেও ঘোষণা দেন প্রতিমন্ত্রী। তাছাড়া ইন্টারনেটের দাম কমানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!