• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১০, ২০১৮, ১১:৫৮ এএম
বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান

ঢাকা: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে সমাবেশস্থল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও এর আশেপাশে এলাকায় কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যারা।

বুধবার (১০ অক্টোবর) সকাল থেকেই কয়েকস্তরের নিরাপত্তা জোরদার করা হয়। কার্যালয় ঘিরে জলকামান ও প্রিজনভ্যান রাখা হয়েছে।

নয়াপল্টনে ঢোকার সব পথে অবস্থান নিয়েছে পুলিশ। বিজয়নগর মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত সতর্ক অবস্থানে পুলিশ। আশপাশের সব গলিতেও অবস্থান নিতে দেখা গেছে। সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। কার্যালয়ের সামনে কাউকে কোনো স্থানে দাঁড়াতে দেয়া হচ্ছে না।

আলোচিত এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কয়েকজন নেতাকে অভিযুক্ত করা হয়েছে। তবে বিএনপির অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারেক রহমানকে এই মামলায় জড়ানো হয়েছে। জাতীয় নির্বাচনের আগে ২১ আগস্ট মামলার রায়কে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘কুঠির ষড়যন্ত্র’ বলে অভিযোগ করেছে বিএনপি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!