• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘বিএনপি ছাড়া কোনো নির্বাচন হতে পারে না’


নীলফামারী প্রতিনিধি এপ্রিল ৩০, ২০১৭, ১০:৪১ পিএম
‘বিএনপি ছাড়া কোনো নির্বাচন হতে পারে না’

নীলফামারী: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি একটি নির্বাচনমুখী দল। কিন্তু সে পথ তৈরি করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে কলকাঠি নাড়বে আর নির্বাচন করবে, তা হবে না, তা হবে না।’

তিনি বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। বিএনপি ছাড়া কোনো নির্বাচন হতে পারে না।’

রোববার (৩০ এপ্রিল) বিকেলে নীলফামারীর সৈয়দপুরে বিএনপির এক জনসংযোগ শেষে সংক্ষিপ্ত সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

তিনি বলেন, নিবন্ধন বাতিলের ভয় দেখিয়ে লাভ নেই। নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না।

নেতা-কর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপি প্রার্থীর কাছে বিপক্ষ দলের প্রার্থী খড়কুটোর মতো উড়ে যাবে। জায়গায় জায়গায় নতুন কমিটি করা হচ্ছে। সবাই সংগঠিত হয়ে মহল্লায় মহল্লায় কমিটি করতে হবে। বিএনপির দুর্গ গড়ে তুলতে হবে।

জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সৈয়দপুর পৌর মেয়র আমজাদ হোসেন সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান, উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত প্রার্থী শওকত হায়াত শাহ প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!