• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার-নির্যাতন করা হচ্ছে’


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৩, ২০১৬, ০৩:২০ পিএম
‘বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার-নির্যাতন করা হচ্ছে’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে উদ্ভট এবং বানোয়াট মামলায় জড়িয়ে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার ও জুলুম-নির্যাতন করা হচ্ছে। অতীতে দেশ-বিদেশের কোনো স্বেচ্ছাচারী শাসকই তাদের ক্ষমতা চিরস্থায়ী করতে সক্ষম হয়নি, বর্তমান শাসকগোষ্ঠীও তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে পারবে না।’

বাংলা কলেজের প্রাক্তন ভিপি, ছাত্রদলের প্রাক্তন প্রচার সম্পাদক ও প্রাক্তন কমিশনার শামীম পারভেজকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

শামীমকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান জনবিচ্ছিন্ন সরকার তাদের কাঙ্ক্ষিত একদলীয় শাসনকে চিরস্থায়ী রূপ দিতে চাইছে। সে জন্য বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের প্রতিদিন মিথ্যা, উদ্ভট এবং বানোয়াট মামলায় জড়িয়ে গ্রেপ্তার ও জুলুম-নির্যাতন করছে।’

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সারা দেশে বিরোধীদলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার দেশকে এক ভীতিকর অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। শামীম পারভেজকে গ্রেপ্তার বর্তমান শাসকগোষ্ঠীর দমননীতিরই বহিঃপ্রকাশ।

বিএনপির মহাসচিব বলেন, ‘হত্যা-গুম-অপহরণ-মিথ্যা মামলা দায়ের-গ্রেপ্তার এবং দমন-পীড়ন চালিয়ে বিরোধী দলকে নিশ্চিহ্ন করা যাবে না। একদলীয় শাসন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা এ দেশের স্বাধীনতাকামী জনগণ কখনোই সফল হতে দেবে না।’

মির্জা ফখরুল অবিলম্বে শামীম পারভেজের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

অপর এক বিবৃতিতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস শামীম পারভেজকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি শামীম পারভেজকে গ্রেপ্তারের ঘটনাকে সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘সরকার এখন দেশকে বিরোধী দলশূন্য করতেই বিরোধী নেতা-কর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন অব্যাহত রেখেছে। এ ধরনের অপকর্ম করে সরকার তাদের মসনদ দীর্ঘস্থায়ী করতে পারবে না।’

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!