• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিএনপি বৃহৎ দল কি না সন্দেহ এরশাদের


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১০, ২০১৭, ০৮:১৮ পিএম
বিএনপি বৃহৎ দল কি না সন্দেহ এরশাদের

ঢাকা: বিএনপি দেশের বৃহৎ দল কি না এটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সোমবার (১০ অক্টোবর) নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সন্দেহ প্রকাশ করেন।

বৃহৎ দল বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা নির্বাচনে আসবে বলে আমি আশা করি। তারা বৃহৎ দল কি না বলতে পারি না। বৃহৎ অন্যরা হতে পারে, আমরাও হতে পারি। এজন্য এটা বলতে পারব না। তবে সেটা জনগণ ঠিক করবে।’

আগারগাঁওস্থ নির্বাচন ভবনে বেলা ১১টা থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএস নূরুল হুদার সভাপতিত্বে প্রায় দুই ঘণ্টা বৈঠক করে দলটি। ২৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাতীয় পার্টির চেয়ারম্যান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

আরও রাজনৈতিক সংলাপ দরকার আছে কি না- এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘আমার মনে হয় যথেষ্ট। ইসি যে প্রতিশ্র“তি দিয়েছে আমরা সবাই সন্তষ্ট। নির্বাচন কমিশন প্রতিশ্র“তিবদ্ধ একটা ভালো নির্বাচন করার জন্য।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমরা আশা করি আগামী নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে। ইসির কথায় আমার বিশ্বাস হয়েছে। ওনারা দৃঢ় প্রতিজ্ঞ যাতে নির্বাচন সুষ্ঠু হয়। মনেপ্রাণে আল্লাহর কাছে দোয়া করি তাদের আশ্বাস যেন আল্লাহ পূরণ করেন।’

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!