• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘বিএনপিকে জনসভা করার সুযোগ দিতে হবে’


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৯, ২০১৬, ০৭:৩১ পিএম
‘বিএনপিকে জনসভা করার সুযোগ দিতে হবে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেছেন, বিএনপিকে জনসভা করার সুযোগ দিতে হবে। বেশি দিন অধিকার বঞ্চিত করে রাখা যাবে না। কারণ জনগণ তাদের অধিকার আদায় করবেই।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ যৌথসভার আয়োজন করা হয়।

এসময় সুষ্ঠু নির্বাচন কমিশন (ইসি) গঠন করা ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেন মির্জা আব্বাস।
 
তিনি বলেন, ‘বিএনপি এখনো হাজার গুণ সুসংগঠিত আছে। শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতন বন্ধ করে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ দেন তাহলেই দেখবেন বিএনপি কতটা সুসংগঠিত আছে।

আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, ‘পাতানো নির্বাচন করতে চাইলে এখনই বলে দেন। আমরা এসেছি এবং বসেছি, তাহলে বাকিটা পড়ে দেখা যাবে।’
 
মির্জা আব্বাস বলেন, ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ইতিমধ্যে রাজধানীর সোহরাওয়ার্দী জনসভা করার অনুমতি চেয়েছে, আশা করি অনুমতি পাবো। ৭ নভেম্বর জনসভা হবে বিএনপির স্মরণকালের সেরা জনসভা।’
 
তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করেছি সরকার বিএনপিকে অনুমতি না দিলেও একই স্থানে আওয়ামী লীগ তাদের সম্মেলন করেছে। যদিও তারা তাদের সম্মেলন উপলক্ষে সারা বাংলাদেশকে অন্ধকারে নিমজ্জিত করে ঢাকা শহর আলোকিত করেছে। তবে কেউ কেউ বলেছে এটা আওয়ামী লীগের নয়, পুলিশের সম্মেলন।’


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!