• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘বিএনপির আমলে দেশে খাদ্য ঘাটতি ছিল’


নিজস্ব প্রতিবেদক জুন ৬, ২০১৬, ০৭:৩৭ পিএম
‘বিএনপির আমলে দেশে খাদ্য ঘাটতি ছিল’

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় থাকতে দেশে খাদ্য ঘাটতি ছিল, আর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।’
 
সোমবার ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে বিনামূল্যে পাওয়ার টিলার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আন্দোলন করে বিএনপি মানুষ হত্যা করেছিল, রাস্তাঘাট অবরোধ করে। এর মধ্যেই বর্তমান সরকার কৃষকদের কাছে সার পৌঁছে দিতে সক্ষম হয়েছে।
 
নলছিটি উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইউনুস লস্কর।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!