• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিএনপির কারণেই পাহাড়ে বিপর্যয়


নিজস্ব প্রতিবেদক জুন ১৭, ২০১৭, ০৮:২১ পিএম
বিএনপির কারণেই পাহাড়ে বিপর্যয়

ফেনী: বিএনপির কারণেই পাহাড়ে বিপর্যয় হয়েছে- এমন দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আমলে ৪ লাখ মানুষ ঢুকিয়ে পাহাড়ের ভারসাম্য নষ্ট করা হয়েছে। এ কারণেই এমন বিপর্যয় নেমে এসেছে।

শনিবার (১৭ জুন) বিকেলে ফেনীর মহীপালে নির্মাণাধীন ওভারব্রিজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি যে ৪ লাখ বাঙালিকে সেখানে পুনর্বাসন করেছিল তাদের জন্য সেখানে কিছুই করে নাই। বিএনপি ক্ষমতায় থেকে পাহাড়াকে বিপন্ন করেছে। তাদের দীর্ঘদিনের উপেক্ষা ও অবহেলার পরিণতিতেই আজকের এই বিপর্যয়।

গত নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি স্কুল-কলেজ ও সরকারি স্থাপনা পুড়িয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রতিহিংসার রাজনীতি করে বাস চালক, হেলপারসহ সাধারণ যাত্রীদের পুড়িয়ে মেরেছে। এখনও তারা অপরাজনীতির পথে রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী চান, তারা নির্বাচনে আসুক, ইতিবাচক রাজনীতি শুরু করুক।

এসময় আরও উপস্থিত ছিলেন- ফ্লাইওভার নির্মাণ কাজে নিয়োজিত প্রকল্পের অতিরিক্ত পরিচালক কর্নেল আহমেদ জামিল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ঐক্য সিং, জেলা প্রশাসক মনোজ কুমার রায়সহ প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!