• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিএনপির কালো পতাকা মিছিল


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২১, ২০১৮, ১১:০০ এএম
বিএনপির কালো পতাকা মিছিল

ঢাকা : ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে রাজধানীতে কালো পতাকা মিছিল করেছে বিএনপি।

রোববার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে কল্যাণপুর-শ্যামলী সড়কে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে এ কালো পতাকা মিছিল হয়।

বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায় বাতিলের দাবিতে কালো পতাকা হাতে স্থানীয় বিএনপিসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তিন শতাধিক নেতাকর্মী এই মিছিলে অংশ নেন।

গত ১০ অক্টোবর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট চালানো গ্রেনেড হামলা মামলায় রায় ঘোষণা করা হয়। পুরান ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক শাহেদ নূর উদ্দীন এ রায় ঘোষণা করেন।

রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, হারিছ চৌধুরী ও সাবেক সংসদ সদস্য কায়কোবাদসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!