• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিএনপি’র গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচিতে পুলিশের বাধা


ময়মনসিংহ প্রতিনিধি জানুয়ারি ৫, ২০১৭, ০৪:১১ পিএম
বিএনপি’র গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচিতে পুলিশের বাধা

ময়মনসিংহে বিএনপি’র গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচি পালনে বাধা দিয়েছে পুলিশ। দলীয় অফিসে ছিল তালাবদ্ধ। অফিসের অদুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুর ১২টার সময় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জেলা ও নগর বিএনপির তিন নেতাসহ ৪ জনকে সাথে নিয়ে দলীয় অফিসে ঢুকতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এর কিছুক্ষণ পর আরও কিছু নেতা-কর্মীরা এসে তার সাথে যোগ দেন। এ সময় প্রিন্স বলেন, আজকের কর্মসূচি পালন করতে না দিয়ে সরকার আরেকবার গণতন্ত্রকে গলাটিপে হত্যা করল। পরে তাদের সাথে করে ব্যানার ও  শ্লোগানবিহীন মিছিল নিয়ে নগরীর নতুন বাজার ঘুরে জিলা স্কুল মোড়ে পৌঁছলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। নগর বিএনপির সাংগাঠনিক সম্পাদক একেএম মাহবুবুল আলম অভিযোগ করে বলেন, দলীয় অফিসের পিয়ন সকাল ১০টায় তালা খুলতে গেলে পুলিশ তাকে বাধা দেয়। নেতা-কর্মীদের কর্মসূচি পালনে অফিসে আসতেও বাধা দেয়া হয়েছে।

এদিকে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ অভিযোগ করে মুঠো ফোনে প্রতিবেদককে জানান, বুধবার (৪ জানুয়ারি) রাতে পুলিশ আমার বাসায় তল্লাশি চালায়। সকালেও ডিবি পুলিশ আমার বাসার সামনে অবস্থান করেছেন। আমাকে বাসা থেকে বের হতে দেয়নি। আমাদের কোন দলীয় নেতা-কর্মীদেরকেও দলীয় অফিসে ঢুকতে দেয়নি পুলিশ। ওয়াহাব আকন্দ আরও জানান, নগরীতে থাকা বসবাসরত দলীয় অনেক নেতা-কর্মীদের বাসায় পুলিশ অহেতুক তল্লাশি চালিয়ে সরকার তাদের গণতন্ত্র হত্যা করেছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!